|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৮:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ অক্টোবর ২০২৪ ০৪:৩০ অপরাহ্ণ

মিয়ানমারের গুলিতে বাংলাদেশি জেলের মৃত্যু


মিয়ানমারের গুলিতে বাংলাদেশি জেলের মৃত্যু


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-



কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের একদল মাছ ধরার জেলেকে লক্ষ্য করে মিয়ানমারের নৌ বাহিনী গুলিবর্ষণ করেছে। এই ঘটনায় অন্তত একজন জেলে নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। এছাড়া, মিয়ানমারি কর্তৃপক্ষ কয়েকটি ট্রলারসহ বেশ কয়েকজন জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
 

গত বুধবার (৯ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মৌলভীর শিল নামক স্থানে এই ঘটনা ঘটে। শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন ট্রলারগুলো সেখানে মাছ ধরছিল। মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা হঠাৎ করেই ট্রলারগুলোর দিকে গুলি চালাতে শুরু করে।
 

নিহত জেলের নাম মোহাম্মদ ওসমান। তিনি শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাসিন্দা এবং সাইফুল কম্পানির একটি ট্রলারে কাজ করতেন। ওই ট্রলারেই আহত আরো তিনজন জেলে ছিলেন। তাদের নাম-ঠিকানা এখনও নিশ্চিত করা যায়নি।
 

মিয়ানমারি কর্তৃপক্ষ মোট চারটি ট্রলারসহ ৬০ জন মাঝি-মাল্লিককে ধরে নিয়ে যায়। পরের দিন, বৃহস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হলেও, নিহত ও আহত জেলেদের নিয়ে ট্রলারটি এখনও শাহপরীর দ্বীপে পৌঁছায়নি।
 

ধৃতদের মধ্যে একজন ট্রলার মালিক মতিউর রহমান জানিয়েছেন, তিনি এবং তার সহকর্মীরা মিয়ানমারে থাকাকালীন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। নিহত জেলের মরদেহ নিয়ে ট্রলারটি ঘাটে পৌঁছালে বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি আশা করছেন।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে শুনেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫