গত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মন্তব্য.......
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “গত ১৫ বছর ধরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। ফলে অবৈধ আদেশ পালনে বাধ্য হয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে।”
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, “মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আগামি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকাই হবে প্রধান নিয়ামক।”
তিনি নির্বাচনকে সামনে রেখে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোনো পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিন দিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনেই ৬২ জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সকল পদবীর পুলিশ সদস্যরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫