সোয়া ৪ লাখ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে ইতিমধ্যে সোয়া চার লাখ প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ভোট কার্যক্রম সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ব্যালট তাদের সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট দিয়েছেন। এছাড়া ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ভোট প্রদান করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ২১ হাজার ৫০৮ জন প্রবাসীর ব্যালট ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে। এছাড়া তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশ ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬