|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন


ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

 

প্রধান অতিথি বলেন, ময়মনসিংহ সবসময়ই খেলাধুলা ও সংস্কৃতির জন্য পরিচিত। আপনারা উপভোগ করার কারণে আজকের এই খেলাটা প্রাণবন্ত হয়ে উঠেছে। এই গোল্ডকাপ টুর্নামেন্ট শুধু ফুটবল খেলোয়াড়ই তৈরি করছে না বরং তরুণ সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিভা অন্বেষণে বিশাল ভূমিকা রেখেছে।
 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আমাদের ময়মনসিংহ জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে আনা। আমরা আনন্দের সঙ্গে বলতে পারি, সেই উদ্দেশ্য ইতোমধ্যে সফল ও সার্থক হয়েছে। আগামীতে এখান থেকে একটি দক্ষ ও যোগ্য টিম জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলার জন্য অংশ নিতে পারবে-এটাই আমাদের প্রত্যাশা।
 

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে দর্শকদের বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এসময় খেলা উপভোগ করেন হাজার হাজার দর্শক। আজকের ফাইনাল খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা  ও তারাকান্দা উপজেলা অংশগ্রহন করে। খেলায় ঈশ্বরগঞ্জ উপজেলা ০২ ও তারাকান্দা উপজেলা ০০। খেলা শেষে চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলাকে ১ লক্ষ টাকা পুরস্কার ও রানার্স আপকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠান শেষে আয়োজকরা আগামী বছর আরও বড় আকারে প্রতিযোগিতার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫