|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৪ ০২:২৩ অপরাহ্ণ

ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা


ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা


ঢাকা প্রেস,বরিশাল প্রতিনিধি:-


বরিশাল নগরীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যুবদল নেতা ইমরান আলী শোভন (৩৩) গ্রেপ্তার হয়েছেন। ইমরান বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।


বুধবার (২০ নভেম্বর) নগরীর রূপাতলী এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। ইমরান রূপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুব আলীর ছেলে।
 

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) কাউনিয়া এলাকার এক তরুণী তার বন্ধুর সঙ্গে নগরীর নতুন হাউজিং এলাকায় ঘুরতে গেলে তাদের জিম্মি করা হয়। ইমরান ও তার সহযোগীরা তাদের রূপাতলীতে নিয়ে গিয়ে একটি বিশেষ কক্ষে আটকে রাখে। সেখানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং তার বন্ধুকে আলাদা একটি রুমে আটক রেখে মারধর করা হয়। এ সময় মোটরসাইকেলসহ মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়।


বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার অজুহাতে বেরিয়ে তরুণীর বন্ধু কোতোয়ালি থানায় গিয়ে পুরো ঘটনা জানান। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে।


ইমরানের বিরুদ্ধে রূপাতলী এলাকায় চাঁদাবাজি, শ্রমিকদের মারধর এবং মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে। স্থানীয়রা তার অপকর্মের বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।
 

এই ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫