পতেঙ্গা - হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সা: সম্পাদক সোলায়মান কে হজ্ব গমণ উপলক্ষে সংবর্ধনা...

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
নগরীর উত্তর পতেঙ্গস্থ কাঠগড়ে বিএনপির কার্যালয়ে গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির দুই নেতার পবিত্র হজ্ব পালনে মক্কায় গমণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে। এতে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সোলায়মান ও ৪১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফি মেম্বারের হজ্বব্রত পালনে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও টিএসপির সাবেক সিবিএর সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক মোঃ মুজিবুল হক কোং, প্রধান বক্তা ছিলেন সাবেক সহ-সভাপতি ও আঞ্চলিক শ্রমিক দলের অন্যতম নেতা মোঃ আবু জাফর, আরো বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সংগঠক হাজি মোঃ হারুন কোম্পানি।
এতে আরো উপস্থিত ছিলেন ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের, যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মোঃ লোকমান, যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ কাইয়ুম উদ্দিন, ছাত্রদলের মোঃ ইকবাল, স্বেচ্ছাসেবক দলের মোঃ আঃ মালেক ফারুকী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র হজ পালনে মক্কায় গমণ উপলক্ষে এক বিশেষ দোয়া মোনাজাতে দেশনেত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা এবং হাজীদের জন্য দোয়া করা হয়।পরে তবারক বিতরণ ও ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫