হাতে পুরনো চুড়ি ফিট করার উপায়

সাজসজ্জার ক্ষেত্রে চুড়ি একটি বড় অনুষঙ্গ। অনেকের কাছে একাধিক চুড়ি থাকে। কিন্তু সবসময় তা পরা হয় না। অনেকদিন পর যদি তা পরতে যায় তাহলে দেখা যাবে হাতে ফিট হচ্ছে না। এক্ষেত্রে চুড়ি তো আর ফেলে দেওয়ার সুযোগ নেই। ব্যবস্থা নিতে হবে। হাতে ব্যথা না পেয়ে চুড়ি ফিট করার জন্য কিছু পরামর্শ অনুসরণ করতে পারেন:
সাবান ব্যবহার করুন
সাবান ব্যবহার করে চুড়ি খুব সহজেই পরে নেওয়া যায়। চুড়ি পরার আগে হাতে ভালোভাবে সাবান মেখে নিলে সাবানের মসৃণতার কারণে চুড়ি পরা সহজ হয়।
গ্লাভস পরে নিন
অনেক সময় চুড়ি পরার সময় হাতে ব্যথা করে। তাই গ্লাভস পরে নিন এবং হাতে চুড়ি লাগিয়ে মোচড়াতে থাকুন। আস্তে আস্তে চুড়িটি সহজেই বুড়ো আঙুলের হাড় অতিক্রম করে কব্জি পর্যন্ত পৌঁছে যাবে।
অ্যালোভেরা জেল
সাবানের বদলে অ্যালোভেরা জেলও চুড়ি পরার ক্ষেত্রে কার্যকর। প্রথমে হাতে ভালো করে জেল মেখে নিন। এর পর চুড়ি পরার চেষ্টা করুন। এই পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যে হাতে চুড়ি পরতে পারবেন।
তেল মেখে নিন
ওজন বাড়লে চুড়ি পরা অনেক সময় কষ্টই বটে। সেক্ষেত্রে হাতে তেল বা ময়েশ্চারাইজার মেখে নিলেও ব্যথা ছাড়া চুড়ি পরতে পারবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫