ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আবু ওয়াহাব আকন্দ। এছাড়া ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমীন ও অন্যান্য অতিথিরা অনুষ্ঠানটি উপস্থাপন করেন।
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫