সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির জনসমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা করেছে ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
২৩ নভেম্বর শনিবার সন্ধার পর ৬ নং ওয়ার্ডের বুড়ির দোকান এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাংগাঠিক সম্পাদক ও জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সন্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও প্রধান বক্তা হিসেবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মাখলেকুল মান্নান পায়েল, মহিলা সম্পাদিকা এড মাসুদা বেগম সম্পা, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাসান ইমাম সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
৩০ নভেম্বরে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনকে স্বাগত জানাতে এবং ঐদিনের নৈরাজ্য বিরোধী সমাবেশে সর্বোচ্চ লোক নিয়ে সবচে বড় শোডাউন করার ঘোষণা দেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। পরে বক্তব্য রাখেন ইউনিয়ন ও থানা বিএনপির নেতৃবৃন্দ। ৬ নং ওয়ার্ড বিএনপির প্রতি পুর্ন আস্থা রেখে প্রধান অতিথি হাসান মাহমুদ পলাশ বলেন, ৬ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী সেটা আমরা জানি। এই ওয়ার্ডের মানুষ আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনকে প্রচন্ড ভালোবাসে, তাই জনসমাবেশে ৬ নং ওয়ার্ডের ব্যাপক শোডাউন থাকবে - এবিষয়ে আমাদের সন্দেহ নেই। পাশাপাশি জনসমাবেশটিকে সফলভাবে সম্পন্ন করতে ৬ নং ওয়ার্ড বিএনপি এবং এলাকাবাসীর সহায়তা কামনা করেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫