টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, বিকল্প পথে চলাচলের অনুরোধ

ঢাকা প্রেস নিউজ
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর ওপর একটি বেইলি ব্রিজ পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকসহ ব্রিজটি তুরাগ নদীতে ভেঙে পড়ে, যার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
বিকল্প হিসেবে ওই লেনের যানবাহন কামারপাড়া সড়ক ব্যবহার করছে। তবে ঢাকাগামী যানবাহন এবং ফ্লাইওভার দিয়ে দুই লেনেই যান চলাচল অব্যাহত রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইব্রাহিম খান জানান, টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। এর মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি ট্রাকসহ তুরাগ নদীর ওপর ভেঙে পড়েছে।
তিনি আরও জানান, ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করে যানবাহন ময়মনসিংহের দিকে যাচ্ছে, আর ঢাকাগামী সব ধরনের যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার দিয়ে চলাচল করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫