চারঘাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট পুরস্কার বিতরন অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-
রাজশাহীর চারঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট বিতরন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরর এর পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহা: আছাদুজ্জামান। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) আলমাছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা) মোতাহার হোসেনসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং বডি সভাপতি,অভিভাবক ও মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দ।
জেলা শিক্ষা অফিস, রাজশাহী ও উপজেলা শিক্ষা অফিস আয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষায় সর্বোচ্চ নম্বর ও দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১৭ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের পরিচালক।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫