|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৩ ০২:৩১ অপরাহ্ণ

জীবনের ঝুঁকি নিয়ে দোকান থেকে মালামাল বের করছেন ব্যবসায়ীরা


জীবনের ঝুঁকি নিয়ে দোকান থেকে মালামাল বের করছেন ব্যবসায়ীরা


রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে আজ শনিবার ভোরে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তৃতীয় তলায় ধোঁয়ার তীব্রতার মধ্যেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকতে দেখা গেছে।

আজ শনিবার সকাল ৫টা ৪০ মিনিটের পর থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের মালামাল উদ্ধারের চেষ্টা করছেন। আর মালামাল বের করে আনতে সহযোগিতা করছেন পুলিশ বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা।


রাব্বি নামের এক দোকানদার বলেন, ‘আগুনের তীব্রতা এত বেশি যে দোকানের কাছে যেতে পারেনি। তবে কেউ কেউ ভেতরে ঢুকে মালামাল বের করে আনতে পেরেছেন।’

দোকানের ভেতর থেকে মালামাল বের করে আনা ব্যবসায়ী মান্নান বলেন, ‘ভেতরে অনেক ধোঁয়া। তারপরও আমরা ভেতর ঢুকে দোকান থেকে কিছু মালামাল বের করে আনতে পেরেছি।’


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর ১০টা পর্যন্ত আগুন নেভেনি। দোকান থেকে মালামাল বের করে আনা এক কর্মচারী জহিরুল বলেন, ‘এত ধোঁয়া যে ভেতরে ঢোকার সময় দম বন্ধ হয়ে আসছিল। তবে দোকানের কিছু শার্ট নিয়ে আসতে পেরেছি।’

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫