|
প্রিন্টের সময়কালঃ ২৪ এপ্রিল ২০২৫ ১০:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৪:২৫ অপরাহ্ণ

মিরপুরে অবৈধ আটটি গেট ও শতাধিক দোকান উচ্ছেদ করল ডিএনসিসি


মিরপুরে অবৈধ আটটি গেট ও শতাধিক দোকান উচ্ছেদ করল ডিএনসিসি


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুরের রূপনগর এলাকায় সড়কের ওপর অবৈধভাবে নির্মিত আটটি গেট গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মিরপুর সেকশন-২ এর রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন সড়কে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
 

অভিযানে শুধু গেটই নয়, ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও হকার সরিয়ে প্রায় এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। এসময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি ফার্নিচারের দোকান এবং একটি খাবারের দোকানের মালিককে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
 

ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, "নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর দাবির ভিত্তিতে সড়কে নির্মিত গেটগুলো অপসারণ করা হয়েছে, যেগুলো অনুমতি ছাড়াই তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছিল।"
 

তিনি আরও জানান, মিরপুরসহ অন্যান্য এলাকায় রাস্তায় থাকা সব অবৈধ গেট ও স্থাপনা অপসারণে ডিএনসিসির অভিযান চলমান থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫