|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৪ ০৪:১০ অপরাহ্ণ

নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি


নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি


শুধু নাক দিয়ে টাইপই করেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় এক ব্যক্তি। দ্রুততম সময়ে নাক দিয়ে বর্ণমালা টাইপ করার খেতাব জিতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি এবং জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ। ৪৪ বছর বয়সী ওই ভারতীয়র নাম বিনোদ কুমার চৌধুরী। বিনোদ নাক দিয়ে কিবোর্ডে ইংরেজি বর্ণমালা ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন।


একই বিভাগে মোট তিনবার অংশ নিয়েছিলেন তিনি এবং প্রতিবারই তিনি নিজের রেকর্ডটি ভাঙতে সক্ষম হয়েছেন। প্রথম ২০২৩ সালে নাক দিয়ে টাইপ করতে ২৭ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে শিরোপার দাবিদার হয়েছিলেন। একই বছর তিনি তার দ্বিতীয় প্রচেষ্টায় ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে নেমে আসেন। এবার ২০২৪সালে তিনি তার আগের সব রেকর্ডও ভেঙে ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে টাইপ করে  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছেন।

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, বিনোদকে ইংরেজি বর্ণমালার ২৬টি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কোয়ার্টি কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝখানে একটি স্পেস দিয়ে টাইপ করতে হয়েছিল। এক হাত দিয়ে এবং পেছনে হাত রেখে দ্রুততম সময়ে টাইপ করার রেকর্ডও বিনোদ চৌধুরীর দখলে রয়েছে। বিনোদ কুমার চৌধুরী এক্স-এ নিজের রেকর্ড ভাঙার একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে তাকে নাক দিয়ে ইংরেজি বর্ণমালা টাইপ করতে দেখা যাচ্ছে।


পোস্টের সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘আপনি কত দ্রুত আপনার নাক দিয়ে বর্ণমালা টাইপ করতে পারেন (স্পেস সহ)?’ চৌধুরী বলেছেন, ‘তিনি ভারতের ‘টাইপিং ম্যান’ হিসেবে পরিচিত। আমার পেশা টাইপ করা, তাই আমি রেকর্ড গড়ার কথা ভেবেছিলাম। যাতে আমার আবেগ এবং আমার জীবিকা উভয়ই ধরে রাখতে পারি।’ 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫