খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, নয় দিনে চার হত্যাকাণ্ডে অস্থিরতা

খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এ নিয়ে চলতি অক্টোবর মাসের প্রথম নয় দিনে খুলনায় চারটি হত্যার ঘটনা ঘটল, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
নিহত সবুজ খান খালিশপুর থানার হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা ছিলেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সকালে সবুজ খান বাজারের পাশে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন প্রতিবেশী তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সবুজ খানের দুই হাত, কনুই, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে খুলনায় আরও তিনটি হত্যাকাণ্ড ঘটে। গত ৬ অক্টোবর নগরীর ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।
তারও আগে, ২ অক্টোবর রাতে বসুপাড়া বাঁশতলায় নেশার টাকা না পেয়ে লিটন খান নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে তারই ছেলে।
অন্যদিকে, ১ অক্টোবর গভীর রাতে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
নয় দিনের ব্যবধানে চারটি হত্যাকাণ্ডে খুলনা নগরজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫