|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:১১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

চোরাই পথে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ


চোরাই পথে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ


ঢাকা প্রেস,
আরিফুজ্জামান (সাগর):-

রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইল ফোন সেট ও দেড় শতাধিক হেডফোনসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাফি আলম (৩৪)।

 

 

মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ১২ ঘটিকায় যাত্রাবাড়ীর মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের ১০৭ টি মোবাইল ফোন সেট ও ১৮৬ টি হেডফোন উদ্ধার করা হয়। এসময় মোবাইল ফোন বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মাতুয়াইল এলাকায় যাত্রাবাড়ী থানার দুটি টহল টিম কাজ করছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়,  কুমিল্লা থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন সেট নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারটিকে ধাওয়া করে দুপুর ১২ ঘটিকায় মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে থামানো হয়। পরে সেই প্রাইভেটকারটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ১০৭ টি মোবাইল ফোন সেট ও ১৮৬ টি হেডফোন উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট ও হেডফোনের সপক্ষে প্রাইভেটকারের চালক সাফি আলম কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সাফি আলমকে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা মোবাইল ফোন সেট গুলো ঢাকার বিভিন্ন মার্কেটে সরবরাহ করার কথা ছিলো।  

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫