|
প্রিন্টের সময়কালঃ ২৪ মে ২০২৫ ০১:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মে ২০২৫ ০১:৩২ অপরাহ্ণ

মুরাদনগরে খোলা তেল বোতলজাত করে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা


মুরাদনগরে খোলা তেল বোতলজাত করে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা


কুমিল্লা প্রতিনিধিঃ-

 

ঈদুল আজহাকে সামনে রেখে অধিক মুনাফা লক্ষে কুমিল্লার মুরাদনগরে খোলা তেল বিভিন্ন কোম্পানির নামে বোতোলজাত করে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (২২ মে) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে অনুমোদিত ভিন্ন ভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত করার অপরাধে ওমর ফারুক নামের এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমতি ব্যাতিত ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫