হুমায়ুন ফরীদির জন্মদিনে বই: ৬০ স্মৃতি, প্রচ্ছদে আফজাল

ঢাকা প্রেসঃ
২৯ মে, প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে প্রকাশিত হচ্ছে 'হুমায়ূন ফরিদী: সাধারণ এক অসাধারণ' নামের একটি বই। বইটিতে ফরীদির স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
বইটির সম্পাদনা করেছেন আহমেদ রেজাউর রহমান। বইয়ের প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন, যিনি ছিলেন হুমায়ুন ফরীদির ঘনিষ্ঠ বন্ধু।
আফজাল হোসেন বলেছেন, "হুমায়ুন ভাই আমার বন্ধু ছিলেন। তার সাথে আমার অনেক স্মৃতি আছে। এই বইতে তার সেই স্মৃতিগুলো লেখার সুযোগ পেয়ে আমি আনন্দিত।"
বইটিতে লেখালেখি করেছেন ইমদাদুল হক মিলন, নাসির উদ্দীন বাচ্চু, রাইসুল ইসলাম আসাদ, ফেরদৌসি মজুমদার, জয়া আহসান, আফরান নিশো, জিতু আহসান, এবং হুমায়ুন ফরীদির পরিবারের সদস্যরা।
আজ সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনের ব্যক্তিত্বরা উপস্থিত থেকে হুমায়ুন ফরীদীকে স্মরণ করবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫