|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ণ

কুয়েট উপাচার্যের ওপর হামলার নিন্দা জানালেন ঢাবি উপাচার্য


কুয়েট উপাচার্যের ওপর হামলার নিন্দা জানালেন ঢাবি উপাচার্য


ঢাকা প্রেস নিউজ

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
 

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম গণমাধ্যমে উপাচার্যের বিবৃতিটি পাঠান।
 

বিবৃতিতে ঢাবি উপাচার্য বলেন, সহিংসতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, বিশেষ করে শিক্ষকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি কুয়েট উপাচার্যের ওপর হামলাসহ সাম্প্রতিক সব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 

তিনি আরও বলেন, যেকোনো মতপার্থক্য ও বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পাশাপাশি, তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫