|
প্রিন্টের সময়কালঃ ২৩ মে ২০২৫ ০১:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০৭:২৮ অপরাহ্ণ

সরকারে একদিন থাকলেও অভ্যুত্থানের শক্তির প্রতি সম্মান রেখে চলব: মাহফুজ আলম


সরকারে একদিন থাকলেও অভ্যুত্থানের শক্তির প্রতি সম্মান রেখে চলব: মাহফুজ আলম


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

দেশপ্রেমিক শক্তির ঐক্যকে সময়ের দাবী হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

 


 

পোস্টে মাহফুজ আলম লেখেন, “ব্যক্তিগত আদর্শ, সম্মান কিংবা আবেগের চেয়েও দেশের স্বার্থ বড়। দেশপ্রেমিক সকল শক্তির ঐক্য অনিবার্য। অতীতে আমার যেকোনো বক্তব্য বা শব্দচয়ন, যা বিভাজন সৃষ্টি করতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সরকারে আর যদি একদিনও থাকতে হয়, তবুও আমি অভ্যুত্থানের অন্তর্গত সব দেশপ্রেমিক শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রেখে কাজ করে যেতে চাই।”
 

তিনি আরও বলেন, “পুরনো বিভাজনমূলক শ্লোগান ও তকমা, যা বৃহত্তর জনগোষ্ঠীকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করায় কিংবা সহিংসতার প্ররোচনা দেয়, সেসব পরিহার করলেই আশা করা যায়—ভবিষ্যতের রাষ্ট্র হবে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক।”
 

তার ভাষায়, “বাংলাদেশ আজ বহুমুখী হুমকির মুখে। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। যারা জুলাই অভ্যুত্থানে একত্রিত হয়েছিলেন, সেই দেশপ্রেমিক জনগণের সামনে এখন কঠিন পরীক্ষা। এটি ঐক্য এবং ধৈর্যের পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের সফল হতেই হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫