চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: বঙ্গজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা প্রেস,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনসহ বিভিন্ন অপরাধে দেশের শীর্ষস্থানীয় বেকারি প্রতিষ্ঠান বঙ্গজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় চুয়াডাঙ্গার বঙ্গজ লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও কারখানায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। শ্রমিকদের হাতে হ্যান্ড গ্লাভস ছিল না, এবং তৈরিকৃত পণ্য বিভিন্ন ফ্লোরে অপরিচ্ছন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল। এমনকি নষ্ট ও নোংরা খাবার পুনরায় প্রক্রিয়াজাত করে ব্যবহারেরও প্রমাণ মেলে।
এর আগেও একই অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল। আইন অমান্য করে একই অপরাধ পুনরায় করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধি। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করে সেনাবাহিনীর একটি দল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫