|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ মে ২০২৩ ০৪:৫০ অপরাহ্ণ

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেলেন মিরাজ


কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেলেন মিরাজ


ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল ওয়ারউইকশায়ারের হয়ে ৫০ ওভারের একটি লিগ খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।  আগামী আগস্টে শুরু হবে এই লিগটি। সেই সময় জাতীয় দলের খেলা না থাকলে খেলতে পারেন মিরাজ।

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পাওয়ার বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন মিরাজ। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলেছেন এই অলরাউন্ডারে। তার সঙ্গে মোহামেডানে খেলেছিলেন জ্যাক লিনটট। তার মাধ্যমেই কাউন্টি খেলার প্রস্তাব পান মিরাজ। জ্যাক লিনটটও ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন।

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পাওয়ার বিষয়ে মিরাজ বলেন, 'আমার কাছে প্রস্তাব এসেছে, কিন্তু যাওয়া না যাওয়া পুরোটাই নির্ভর করছে সে সময় আন্তর্জাতিক সূচি আছে কিনা। যদি সুযোগ থাকে অবশ্যই চেষ্টা থাকবে যেন যাই। আপাতত আমার মনোযোগ আফগানিস্তান সিরিজে। আজ থেকে অনুশীলন শুরু করেছি। আশা করছি সিরিজটা ভালো যাবে।' 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫