|
প্রিন্টের সময়কালঃ ১০ জানুয়ারি ২০২৫ ০৬:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


ঢাকা প্রেস,সেলিম চৌধুরী হীরা:-


কুমিল্লার লাকসামে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলীর আদেশ প্রত্যাহার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয়দের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

 

উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগষ্টের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ লাকসামে যোগদানের পর অল্প সময়ের মধ্যে তিনি প্রশাসনিক কাজের মাধ্যমে জনগণের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন।
 

সচিব পরিচয়ে প্রতারনার মাধ্যমে একটি মহল তাকে বদলী করিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করছে।
 

আমরাসহ লাকসামের জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহরের দাবি করছি।
 

মানববন্ধনে অংশ গ্রহন করেন ছাত্র প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম রিফাত, মিনহাজুল ইসলাম, মতিউর রহমান, সাবেক ছাত্র নেতা আবুল কাশেম, জাহিদুল ইসলাম প্রমুখ।
 

মানববন্ধনে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসুচি ঘোষণার হুমকি দেন।

পাসাপাশি লাকসামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বদলি আদেশ প্রত্যাহারের ব্যাপারে সোচ্চার রয়েছেন৷


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫