|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ আগu ২০২৪ ০১:৪৮ অপরাহ্ণ

সেনবাগের সাবেক ওসিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, নির্বাচনী হিংসার অভিযোগ


সেনবাগের সাবেক ওসিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, নির্বাচনী হিংসার অভিযোগ


ঢাকা প্রেস
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:-


নোয়াখালীর সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে রোববার (১৮ আগস্ট) রাতে সেনবাগ থানায় এ মামলা দায়ের করেন।

 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট করা হয়েছিল। এছাড়াও, নেতাকর্মীদেরকে ক্রসফায়ারে হুমকি দিয়ে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছিল।
 

মামলায় সাবেক ওসি মিজানুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ২৪/২৫ জনকে আসামী করা হয়েছে।
​​​​​​​

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫