|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

বাহিনীর সদস্যের গাফিলতি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


বাহিনীর সদস্যের গাফিলতি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

অপরাধ দমনে দেশব্যাপী পরিচালিত অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

মঙ্গলবার সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে পিলখানার শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার পিলখানার হত্যাকাণ্ডের স্মরণ ভিন্নভাবে পালিত হচ্ছে। এটি এবার "শহীদ সেনা দিবস" হিসেবে ঘোষণা করা হয়েছে, যা যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।
 

দেশের সামগ্রিক পরিস্থিতি ও চলমান অভিযানের সফলতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "সফলতা বা ব্যর্থতা সাংবাদিকরাই মূল্যায়ন করবেন। তবে আমরা অভিযানের পরিকল্পনা যথাযথভাবে সাজিয়েছি। যদি কোনো বাহিনীর সদস্য দায়িত্ব পালনে গাফিলতি করেন, তাহলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।"
 

তিনি আরও বলেন, "কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার কিংবা কারা অধিদপ্তরের কেউ দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
 

অভিযানের সর্বশেষ আপডেট প্রসঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আপনারাই তো সংবাদ পরিবেশন করেন। সত্য সংবাদ প্রকাশ করুন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। ইতোমধ্যে দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও সত্য সংবাদের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫