|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ

লিবিয়ায় ‘সুনামির মতো’ বন্যায় প্রাণহানি ৫ হাজার ২০০, নিখোঁজ ১০ হাজার


লিবিয়ায় ‘সুনামির মতো’ বন্যায় প্রাণহানি ৫ হাজার ২০০, নিখোঁজ ১০ হাজার


লিবিয়ার পূর্বাঞ্চলে গত সোমবার সংঘটিত ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির চাপে দারনা শহরের নিকটবর্তী নদীতে দেওয়া দুটি বাঁধ ধ্বসে গেছে। এর ফলে সেখানে দেখা দিয়েছে ‘বিপর্যয়কর পরিস্থিতি’। দেখা দিয়েছে বন্যা।

লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫ হাজার ২০০ লোকের। অবশ্য তার এই মন্তব্যের পর আরও ১০০ লোকের প্রাণহানির খবর এসেছে। 


খবর এপি, বিবিসি, সিএনএন ও আলজাজিরার। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় ১০ হাজার লোককে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষের বয়ানে জানা গেছে, পুরো দারনা শহরই ভেসে গেছে। 

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরটির অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এই শহরেই ২ হাজার ৩০০ লোক নিহত হয়েছেন। এই বন্যাকে অনেকে ‌‘সুনামির মতো’ বলেও আখ্যায়িত করেছেন। সমুদ্রের পানিতে যারা ভেসে গেছেন, তাদের মরদেহ পানি থেকে উদ্ধারে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫