করোনাকালীন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের চাকরির নিরাপত্তার দাবিতে মানববন্ধন

প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৫:৫৮ অপরাহ্ণ ৬২৯ বার পঠিত
করোনাকালীন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের চাকরির নিরাপত্তার দাবিতে মানববন্ধন

ঢাকা প্রেস নিউজ
 

করোনা মহামারির সময় নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন। ডিসেম্বরের পর তাদের চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
 


মানববন্ধনে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা জানান, গত চার বছর ধরে তারা অনিশ্চিত পরিবেশে কাজ করে আসছেন। বর্তমানে চাকরি হারানোর শঙ্কায় তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।
 

স্বাস্থ্যকর্মী আ. স. ম. শাহজাহান বলেন, "২০২০ সালে মাত্র তিন মাসের চুক্তিতে আমাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে সেই চুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়ানো হয়। এভাবে চার বছর পার করার পর এখন আমাদের জানানো হচ্ছে, ডিসেম্বরের পর আমাদের চাকরি থাকবে না। এতদিন ধরে কাজ করার পর হঠাৎ চাকরি হারালে আমরা কোথায় যাব? শুনেছি, পদগুলো থাকবে কিন্তু আমাদের জায়গায় নতুন লোক নেওয়া হবে। আমরা অনুরোধ করছি, আমাদের চাকরি যেন বহাল রাখা হয়।"
 

ডাটা এন্ট্রি অপারেটর জাহিদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, "যদি শুরুতেই আমাদের চুক্তি শেষ করে দেওয়া হতো, তবে অন্য চাকরির জন্য প্রস্তুতি নিতে পারতাম। কিন্তু এখন চার বছর পেরিয়ে অনেকেরই বয়স পেরিয়ে গেছে। আমরা এমন পরিস্থিতিতে পড়েছি যে, জীবিকার কোনো উপায় নেই। আমি নিজে তিনবার করোনায় আক্রান্ত হয়েছি। এখন চাকরি না থাকলে রিকশা চালিয়েও পেট চালাতে পারব না।"
 

আরেক স্বাস্থ্যকর্মী সাদিক মোহাম্মদ ওয়াদুদ বলেন, "করোনাকালে আমাদের ১,১৫৪ জনকে বিভিন্ন প্রকল্পে নিয়োগ দেওয়া হয়েছিল। এতগুলো মানুষ এখন কর্মসংস্থানহীন হয়ে পড়ার শঙ্কায়। আমরা সবাই যোগ্যতার ভিত্তিতে এই চাকরি পেয়েছি। আমাদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেকোনো ক্ষেত্রে আমাদের পুনর্বাসন বা চাকরি নিশ্চিত করা হোক।"
 

এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের কাছে তাদের দীর্ঘমেয়াদি চাকরির নিশ্চয়তা এবং চাকরিচ্যুতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।