|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মে ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

বিচ্ছেদের ২১ বছর পর একই মঞ্চে সঞ্জয়-মাধুরী


বিচ্ছেদের ২১ বছর পর একই মঞ্চে সঞ্জয়-মাধুরী


নব্বইয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় ও আলোচিত জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। তাদের প্রেম পর্দা থেকে গড়িয়েছিল বাস্তব জীবনে। এর পর বিচ্ছেদ, বিতর্ক আর অভিযোগের পাহাড়ে যেন তারা চাপা পড়ে যান। বিচ্ছেদের পর একে অন্যকে করছেন ‘স্যার’ ও ‘ম্যাম’ সম্বোধন।

 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, প্রায় ২১ বছর পর করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেন সঞ্জয় ও মাধুরী। এই ছবির প্রচারমূলক অনুষ্ঠানে অস্বস্তিদায়ক পরিস্থিতির মুখে পড়েন তারা। মঞ্চে ছবির অন্যান্য কুশীলবদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন এই জুটি।

 

মাধুরী সঞ্জয়কে ‘সঞ্জয় স্যার’ সম্বোধন করলে সঞ্জয় জিজ্ঞেস করেন ‘স্যার কেন বলছেন?’ মাধুরীর পাল্টা বক্তব্য, ‘আপনিও তো ম্যাম বলে ডাকেন আমাকে।’ প্রাক্তন প্রেমিকার কথা শুনে সঞ্জয় বলেন, ‘না, আমি তো মাধুরী সম্বোধন করতে যাচ্ছিলাম।’

 

এই কথোপকথনের পরে মঞ্চে বরুণ ধওয়ান জিজ্ঞেস করেন, ‘এত বছর ধরে আপনারা পরস্পরকে স্যার, ম্যাম বলে ডাকেন কেন?’ প্রশ্ন শুনে মাধুরীর মুখে অস্বস্তির ছায়া নেমে এলেও তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দেন তিনি। বলেন, ‘ওঁকে সম্মান করি, তাই স্যার বলে ডাকি।’

 

বরুণ পাল্টা বলার চেষ্টা করেন, ‘সম্মান তো আমরাও করি কিন্তু...’ অভিনেতার প্রশ্ন শেষ হতে না দিয়েই প্রসঙ্গ ধামাচাপা দেন ছবির সঙ্গে যুক্ত জনৈক ব্যক্তি। হাতে প্লাস্টার নিয়ে রেড কার্পেটে ঐশ্বরিয়াহাতে প্লাস্টার নিয়ে রেড কার্পেটে ঐশ্বরিয়া


এই ছবিরই অন্য একটি প্রচারের অনুষ্ঠানে সঞ্জয় জানান, বহু বছর পরে মাধুরীর সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত। তিনি বলেন, ‘মাধুরীর সঙ্গে আরও অনেক কাজ করতে চাই।’ কিন্তু সঞ্জয়ের কথা শোনা মাত্রই নাকি প্রকাশ্যে বিদ্রুপের হাসি হাসেন মাধুরী। আবারও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের সেই ভিডিওটি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫