ঢাকা প্রেস নিউজ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর নতুন সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজা হেলেন। তিনি দেশ-বিদেশে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার অধিকারী এবং বিশেষত শিক্ষা, সমাজসেবা ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। পুনাকের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে তিনি বদ্ধপরিকর। নবনিযুক্ত আইজিপি ডা. বাহারুল আলম বিপিএম-এর সহধর্মিণী এই বিদুষী নারী পুনাকের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
আফরোজা হেলেন তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, চিকিৎসা, সমবায়, এবং মাইক্রো-ক্রেডিট ব্যবস্থাপনায় কাজ করে আসছেন। বর্তমানে তিনি নর্দান ইউনিভার্সিটির চিফ অফ অপারেশনস অ্যান্ড অ্যাডমিন পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নাইটিংগেল মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার এবং স্কলাস্টিকা স্কুলের ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে কাজ করেছেন।
তিনি মিল্কভিটা ঢাকার প্রশাসনিক ও আর্থিক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিদেশেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে; নিউইয়র্কের ম্যানহাটনে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে তিন বছর সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া, তিনি গুড গভর্ন্যান্স টিএমএসএস-এর পরিচালক এবং মাইলস্টোন স্কুলের প্রশাসনিক ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ব্লুমিং সান স্কুল এবং নিউ চাইল্ড স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহাদ স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবেও কাজ করেছেন। পুনাক সভানেত্রীর পাশাপাশি তিনি দুইটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: “আয়েশা নিজাম ফাউন্ডেশন” এবং “টোটাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি”।
আফরোজা হেলেন ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আইবিএসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিভিন্ন সার্টিফিকেট কোর্সও সম্পন্ন করেছেন।
১৯৯৬ সাল থেকেই আফরোজা হেলেন পুনাকের সাথে সংযুক্ত। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষতা পুনাকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সবাই আশাবাদী।
পুনাকের নতুন সভানেত্রী হিসেবে তাঁর নিয়োগ নারীদের ক্ষমতায়ন এবং সমাজসেবার ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্থাপন করবে।