|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪০ অপরাহ্ণ

তরুণের ছুরিকাঘাতে আহত কিশোরী মাহি মারা গেছে


তরুণের ছুরিকাঘাতে আহত কিশোরী মাহি মারা গেছে


দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় তরুণের ছুরিকাঘাতে আহত ১৫ বছর বয়সী কিশোরী মাহি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরীর চাচা বায়োজিদ সারোয়ার ও কাহারোল থানার ওসি রুহুল আমিন।
 

গত বুধবার রাত ৮টার দিকে কাহারোল উপজেলার দ্বীপনগর গ্রামের বাসায় নামাজ পড়ছিলেন মাহি। এ সময় ওই তরুণ, আরিফ হোসেন, বাড়ির প্রাচীর টপকে তার বাড়িতে প্রবেশ করে এবং নামাজরত অবস্থায়ই মাহির কোমরে ছুরিকাঘাত করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মাহি চিৎকার করলে তরুণ পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
 

মাহির চাচা বায়োজিদ সারোয়ার জানান, দীর্ঘদিন ধরে আরিফ তরুণীকে উত্ত্যক্ত করছিল এবং দু'দিন আগে সে আবারও তাদের বাড়িতে প্রবেশ করেছিল। তবে তখন স্থানীয়দের মাধ্যমে তাকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছিল। কিন্তু সে আবারও গোপনে বাড়িতে প্রবেশ করে এবং এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আরও কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান।
 

কিশোরীকে ছুরিকাঘাতের ঘটনায় তার পরিবার একটি মামলা করেছে। এ মামলায় আবুল কালামের ছেলে আরিফ হোসেন (১৮) কে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, "মাহির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত যুবক বর্তমানে কারাগারে রয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় এখন হত্যার অভিযোগও যুক্ত হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫