কুমিল্লায় ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে কুমিল্লার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
আবু জায়েদ আল মাহমুদ (স্বতন্ত্র), ওমর ফারুক (স্বতন্ত্র), কাজী মোহাম্মদ ওবায়েদ উল্লাহ (স্বতন্ত্র), বড়ুয়া মনোজিত ধীমন (বাংলাদেশ জাসদ), সৈয়দ মো. ইফতেকার আহসান (জাতীয় পার্টি), মো. আব্দুস সালাম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. মনোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. রমিজ উদ্দিন (স্বতন্ত্র), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি), মনিরুজ্জামান (গণঅধিকার পরিষদ), মো. ইউসুফ হাকিম সোহেল (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. আ. করিম (ইসলামি আন্দোলন বাংলাদেশ), মো. মাসুদ রানা (আমজনতার দল), আবদুল্লাহ আল ক্বাফী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) ও কামরুন্নাহার সাথী (বাসদ)।
অন্যদিকে যাচাই-বাছাই শেষে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন এবং জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুল-এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
কুমিল্লা-২ আসনে বিএনপির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন-এর মনোনয়ন বৈধতা পায়। কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিলের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল বলেন, “ছোট একটি ত্রুটির কারণে আমার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা হবে।”
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসংগতি কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণেই প্রার্থিতা বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, কুমিল্লার মোট ১১টি সংসদীয় আসনের মধ্যে শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি আসনের যাচাই-বাছাই শনিবার অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬