খুলনায় পৌঁছেছেন এনসিপির শীর্ষ নেতারা, রাতেই প্রেস ব্রিফিং

গোপালগঞ্জে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির পর গাড়িবহরসহ খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে তারা খুলনা শহরে প্রবেশ করেন।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, সারজিস আলম, সামান্তা শারমীন ও তাসনিম জারা খুলনা সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন। অন্য কেন্দ্রীয় নেতারা শহরের একটি হোটেলে উঠেছেন।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেসক্লাবে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তবে দলীয় নেতারা রাতে খুলনায় অবস্থান করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫