অনলাইন ডেস্ক:-
বিশ্ব অর্থনীতি ক্রমশ চাপের মুখে পড়ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতির প্রভাব সুস্পষ্টভাবে দৃশ্যমান। ট্রাম্প প্রশাসনের দুই মাসের মধ্যে গৃহীত নীতিমালাগুলো বৈশ্বিক অর্থনৈতিক বিভাজন সৃষ্টি করছে এবং সাম্প্রতিক সময়ে অর্জিত প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে ব্যাহত করছে বলে সতর্ক করেছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে প্যারিসভিত্তিক এই সংস্থা চলতি ও আগামী বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অর্থনীতি এসব নীতির ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর প্রতিনিধিত্বকারী এই সংস্থা চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ৩.১ শতাংশ নির্ধারণ করেছে, যেখানে ২০২৪ সালে এই প্রবৃদ্ধি ছিল ৩.২ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক বিভাজন বাড়লে বৈশ্বিক প্রবৃদ্ধি আরও কমবে এবং মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি পাবে।
ওইসিডি আরও সতর্ক করেছে যে, যদি দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য সমস্যার সমাধান না করে, তবে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। সংস্থাটি বলছে, অতিরিক্ত কঠোর বাণিজ্যনীতি সাধারণ মানুষের জীবনযাত্রার মানের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন যদি পরিকল্পনা অনুযায়ী কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, তবে এই তিন দেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে। একই সঙ্গে এসব দেশে মূল্যস্ফীতির হারও বৃদ্ধি পাবে।
বিশ্লেষণে বলা হয়েছে, চলতি বছরে মেক্সিকো গভীর মন্দার সম্মুখীন হতে পারে, যার ফলে ২০২৫ সালে দেশটির মোট উৎপাদন ১.৩ শতাংশ সংকুচিত হবে এবং ২০২৬ সালে তা আরও ০.৬ শতাংশ হ্রাস পাবে। একই সঙ্গে কানাডার প্রবৃদ্ধির পূর্বাভাসও প্রায় অর্ধেকে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস ২০২৫ সালের জন্য ২.৫ শতাংশ থেকে কমিয়ে ২.২ শতাংশ করা হয়েছে, এবং ২০২৬ সালের জন্য ২.১ শতাংশ থেকে কমিয়ে ১.৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, চীনের অর্থনীতির প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২৫ সালে এটি ৪.৮ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৪.৪ শতাংশে দাঁড়াতে পারে। এ ছাড়া, যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির হার ২০২৫ সালে ২.৭ শতাংশ এবং ২০২৬ সালে ২.৩ শতাংশ থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ওইসিডির প্রতিবেদনের বিষয়ে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস বলেছেন, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রভাব সমগ্র বিশ্বে অনুভূত হচ্ছে।
(সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি)