কুমিল্লার মুরাদনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন সাময়িক বরখাস্ত

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, জাকির হোসেনের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার আদালত-৫ কুমিল্লা কর্তৃক অভিযোগ গঠন করা হয়েছিল। কুমিল্লা জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগ ২০শে ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, গত ১৭ই ফেব্রুয়ারি হামলার ঘটনায় উপজেলার বাঙ্গরা বাজার সীমানার পাড় এলাকার মৃত হাজী রুহুল আমিন সরকারের পুত্র বশির আহাম্মদ এসআই (অব.) বাদী হয়ে জাকির হোসেনসহ ৯ জনকে আসামি করে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫