|
প্রিন্টের সময়কালঃ ২১ আগu ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০৭:২৫ অপরাহ্ণ

কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই বাংলাদেশ–পাকিস্তান ভ্রমণের সুযোগ


কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই বাংলাদেশ–পাকিস্তান ভ্রমণের সুযোগ


বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে উভয় দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।
 

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

তিনি জানান, চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর আওতায় বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া পাকিস্তান সফর করতে পারবেন, একইভাবে পাকিস্তানের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। বর্তমানে এরকম ভিসা অব্যাহতি চুক্তি বাংলাদেশের আরও ৩১টি দেশের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫