পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর পা ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:--
গাইবান্ধা পলাশবাড়ীতে শিশির(২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে বেদম মারপিট করে পা ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা।
তথ্যানুসন্ধানে যানাযায়, ২৮ আগষ্ট বিকেলে শিশির কালীবাড়ী তিন মাথা সড়কে অবস্থান করছিলো। এসময় একটি মোটরসাইকেলে তিন জন দুষ্কৃতকারী তাকে বেদম মারপিট করে পা ভেঙ্গে দেয়।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পলাশবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান শিশির অবস্থা আশংকাজনক তার পায়ে অপারেশন করতে হবে।
শিশির জামালপুর গ্রামের হাট ইজারদার শাহিন মিয়ার ছেলে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫