গোলাপি রঙের বাস চালু, টিকিট ছাড়া উঠা যাবে না
ঢাকা প্রেস নিউজ
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম ঘোষণা দিয়েছেন, আবদুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২১টি কোম্পানির বাস এখন একক কোম্পানির অধীনে পরিচালিত হবে। তিনি জানান, আগামী বৃহস্পতিবার একক কোম্পানির আওতায় টিকিট কাউন্টারভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে, এবং এসব বাসের রঙ হবে গোলাপি।
আজ মঙ্গলবার, রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, আবদুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে প্রায় ২,৬১০টি বাস চলাচল করবে। এই বাসগুলোর যাত্রীরা টিকিট ছাড়া ওঠা-নামা করতে পারবেন না এবং যত্রতত্র যাত্রী ওঠানামা নিষিদ্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে সাইফুল আলম আরও বলেন, "১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন হচ্ছে, যা গণপরিবহনে অসম প্রতিযোগিতা সৃষ্টি করছে এবং সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।" তিনি উল্লেখ করেন, গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বাস মালিকরা চালকদের সঙ্গে যাত্রাভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি করবেন।
এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকিট কাউন্টার ভিত্তিতে বাস চালানো শুরু হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুর থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও জানান, চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী এবং মোহাম্মদপুর থেকে চলাচলকারী বাসগুলোও একইভাবে কাউন্টারভিত্তিক পরিচালিত হবে। এখন থেকে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বাসে যাতায়াত করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, এবং দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫