|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৩ ০৫:২৪ অপরাহ্ণ

গুলশান শপিং সেন্টার সিলগালা করায় ৩ ঘণ্টা ব্যবসায়ীদের সড়ক অবরোধ


গুলশান শপিং সেন্টার সিলগালা করায় ৩ ঘণ্টা ব্যবসায়ীদের সড়ক অবরোধ


রাজধানীর গুলশান-১ এলাকায় গুলশান শপিং সেন্টার সিলগালা করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রায়  তিন ঘণ্টা তাঁরা বিক্ষোভ করেন। 

আজ  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটটি সিলগালা করেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সড়কে অবরোধ শুরু করেন।  এতে ওই  সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান দুপুরে বলেন,  মার্কেটটির ব্যবসায়ী-কর্মচারীরা গুলশান–১–এর গোলচত্বরের রাস্তায় নেমে পড়েন।  গুলশান গোলচত্বর এলাকার চারদিকে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। 

সাড়ে তিনটার পরে ব্যবসায়ী ও কর্মচারীদের সরিয়ে দেয় পুলিশ।  গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেছেন, সাড়ে তিনটার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫