উত্তরাতে মানব পাচারকারী ১১জন গ্রেফতার

ঢাকা প্রেস,তরিক শবলী:-
গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার পুলিশ , উত্তরা ১১ নং সেক্টরস্থ গরিব-ই-নেওয়াজ এভিনিউ রোডের হোটেল লা-স্কাই এ অসামাজিক কার্যকলাপ হচ্ছে। তাৎক্ষণিক অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানব পাচার চক্রের ১১জন সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃতরা হলো রবিউল ইসলাম (৪১), মোঃ মেহেদী হাসান (৩২),এমডি আবুল হাসনাত (২৮), মোঃ নাজমুল হোসেন (২৫), মোঃ আসাদুজ্জামান (৩৫), গৌতম সাহা (৪০), মোছাঃ আকলিমা (১৯), পূজা পোদ্দার নেহা (২১), নাজমা খাতুন (২৫), মিথিলা আক্তার (২১), এসময় তাদের কাছ থেকে ১৫ (পনের) পিচ কনডম পাওয়া যায়। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ মানব পাচার চক্রের সাথে জড়িত থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। তারা বিভিন্ন জায়গায় বাসাভাড়া নিয়া বিভিন্ন বয়সী যুবতী মেয়েদের আবাসিক হোটেলের আড়ালে লোকজনদের সাথে দেহব্যবসা ও পতিতাবৃত্তি করে অবৈধ ভাবে অর্থ উপার্জন করে।
অপরদিকে গ্রেফতারকৃত আসামী রবিউল ইসলাম (৪১), মোঃ মেহেদী হাসান (৩২), এমডি আবুল হাসনাত (২৮), মোঃ নাজমুল হোসেন (২৫) কে একান্তে জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তি মোতাবেক হোটেলের রিসিভ শনের ডেক্স এর টেবিলের ড্রয়ার হতে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ০৯ (নয়) পিচ ইয়াবা ও ৫২ (বাহান্ন) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরসহ উদ্ধারকৃত মাদক ও কনডম থানায় এনে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা রুজুপূর্বক উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫