চেলসিতে নাম লেখালেন ব্রাজিলের গ্যাব্রিয়েল

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে নাম লেখালেন তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। তবে কী ধরণের চুক্তিতে তিনি সান্তোস থেকে চেলসিতে গেলেন, সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, ১৮ বছর বয়সী এই তরুণের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন চেলসি। এতে ব্লুজদের ব্যয় হয়েছে ১৫ মিলিয়ন ইউরো।
সব ধরনের প্রতিযোগিতায় সান্তোসের হয়ে ১২৯ ম্যাচ খেলে পাঁচ গোল করাসহ ১০টি অ্যাসিস্ট করেছেন গ্যাব্রিয়েল। ২০২০ সালে মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে খেলতে নেমে তিনি অনুর্ধ্ব-২০ দলের তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছিলেন। একইসাথে কোপা লিবারেটডর্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েছেন।
গ্যাব্রিয়েলের আগে চেলসিতে এবারের গ্রীষ্মে যোগ দিয়েছেন নিকোলাস জ্যাকসন, ক্রিস্টোফার এনকুকু, কেন্ড্রি পায়েজ, দিয়েগো মোরেইরা ও ডুয়ান রিচার্ডস।
শোনা যাচ্ছে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা পাওলো দিবালাকেও রোমা থেকে দলে টানার চেষ্টা করছে চেলসি। ইতালির রাজধানীর ক্লাবটিতে ২৯ বছর বয়সী এই ফুটবলারের রিলিজ ক্লজ ১ কোটি ২০ লাখ ইউরো।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫