|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ আগu ২০২৩ ০৪:২২ অপরাহ্ণ

গান নকলের অভিযোগ উঠেছে জাংকুকের উপর বিরুদ্ধে


গান নকলের অভিযোগ উঠেছে  জাংকুকের  উপর বিরুদ্ধে


বিলবোর্ডের তালিকায় রীতিমতো রাজত্ব করছে বিটিএস তারকা জাংকুকের একক গান ‘সেভেন’, টানা পাঁচ সপ্তাহ ধরে গানটি ‘বিলবোর্ড গ্লোবাল ২০০’ তালিকার শীর্ষে রয়েছে। আলোচিত এই গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। খবর কোরিয়া টাইমসের

১৯৯৯ সালে মুক্তি পাওয়া কোরীয় ব্যান্ড ‘ফিন কে এল’–এর আলোচিত গান ‘টাইম অব মাস্ক’–এর সঙ্গে জাংকুকের ‘সেভেন’ গানের মিল পাওয়ার দাবি করেছেন অনেকে। গানটি নিয়ে বিতর্কের মুখে জাংকুকের এজেন্সি বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি সত্য নয়, এর কোনো ভিত্তি নেই।


গত ১৪ জুলাই জাংকুকের প্রথম একক গান ‘সেভেন’ প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েন জাংকুকের ভক্তরা। অল্প সময়ের ব্যবধানে বিটিএসের ‘হট ১০০’ তালিকার শীর্ষে উঠেছে গানটি। পাশাপাশি স্পটিফাইয়ের ‘উইকলি টপ সং গ্লোবাল’ তালিকার শীর্ষে ছিল ‘সেভেন’।

গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী তারকা জাংকুক। বিটিএসের কনিষ্ঠতম সদস্য হিসেবে ২০১৩ সালে ব্যান্ডটিতে যোগ দেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫