বড়াইগ্রামে বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে গিয়ে বাধা দেওয়ায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ওই পরিবারের আরও তিন সদস্য আহত হন।
আহত মুরাদ আলী ওরফে কালু হাজির ছেলে মোঃ আব্দুল হাই বলেন, “৩০ জুন সকাল সাড়ে আটটার দিকে নুহু ও তার লোকজন আমাদের জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে থাকে। আমার বাবা বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”
তিনি আরও বলেন, “আমার ভাই ও ভাবি বাবাকে ধরতে গেলে তাদেরও মারধর করা হয়। এমনকি আমার মাকেও আঘাত করে। বর্তমানে বাবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভাই-ভাবি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আমরা থানায় মামলা করেছি, কিন্তু এখনো কোনো আসামিকে আটক করা হয়নি।”
আব্দুল হাই আরও জানান, “এই রাস্তা নিয়ে আগেও মামলা হয়েছে। কিছুদিন আগে থানায় অভিযোগও দিয়েছি। তারপরও আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এখন পরিবার নিয়ে আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”
তথ্যসূত্রে স্থানীয়রা জানান, অভিযুক্ত নুহুর বিরুদ্ধে এলাকায় জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।
এই বর্বর হামলার বিচার দাবিতে মঙ্গলবার বড়াইগ্রামের লক্ষ্মীকোলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। তারা বলেন, অপরাধীরা প্রকাশ্যে হত্যাচেষ্টা চালিয়েও এখনো ধরা-ছোঁয়ার বাইরে, যা প্রশাসনিক ব্যর্থতা। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫