|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৬:১৬ অপরাহ্ণ

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ


গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ


ঢাকা প্রেস নিউজ

 

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তালিকায় ৮৫৮ জন শহীদ এবং ১১ হাজার ৫৫১ জন আহতের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

শনিবার (২১ ডিসেম্বর) সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন, তাদের তালিকা চূড়ান্ত করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদফতর, ৬৪ জেলার জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল সম্মিলিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে, শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকার প্রথম ধাপের খসড়া গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে (musc.portal.gov.bd) প্রকাশ করা হয়েছে।
 

প্রকাশিত খসড়া তালিকাটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার, ওয়ারিশ অথবা প্রতিনিধিদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে যে, তালিকায় অন্তর্ভুক্ত নাম, ঠিকানা ও অন্যান্য তথ্যাদি যাচাই, সংশোধন বা চূড়ান্ত করার জন্য মতামত প্রদান করতে। এছাড়াও, তালিকা সংশোধন বা সংযোজনের মতো কোনও তথ্য বা পরামর্শ থাকলে তা ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে (muspecialcell36@gmail.com) জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫