|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৪ ০৩:৪৯ অপরাহ্ণ

আগারগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর অটোরিকশা চালকদের হামলা


আগারগাঁওয়ে শিক্ষার্থীদের ওপর অটোরিকশা চালকদের হামলা


ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর আগারগাঁও এলাকায় আন্দোলনরত অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে আগারগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে আগারগাঁও মোড়ে অবস্থান নেয় রিকশাচালকরা, যার ফলে গাবতলী হয়ে পঙ্গু হাসপাতালের সড়কটি অবরুদ্ধ হয়ে যায়। এ অবস্থায় সড়কটি সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ ছিল, ফলে যানবাহন চলাচল আটকে যায়। পুলিশ এবং শিক্ষার্থীরা অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং সরে যেতে অনুরোধ করেন। এসময় দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ক্ষিপ্ত হয়ে রিকশাচালকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে শিক্ষার্থীরা পিছু হটেন।
 

অটোরিকশা চালকদের অবরোধের কারণে সকাল থেকে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ বিপাকে পড়েন। বিশেষ করে আগারগাঁও এলাকায় অবস্থিত বিভিন্ন হাসপাতালের রোগী এবং তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েন।
 

উল্লেখ্য, গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত বেঞ্চ ঢাকার মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দেন। এর পর থেকে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ শুরু করেন অটোরিকশা চালকরা, যার ফলে যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
 

মহাখালী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের এডিসি জিয়া উদ্দিন আহমেদ। তিনি জানান, "রিকশাচালকরা প্রথমে কম ছিলেন, তবে এখন তাদের সংখ্যা বাড়ছে। তারা হেঁটে মহাখালী এলাকায় মিছিল করছে। পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।"
 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে অবরোধের কারণে যাত্রীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। গ্রুপের এক সদস্য, মোহাম্মদ তরিকুল ইসলাম, ভিডিও পোস্ট করে জানান যে, টেকনিক্যাল মোড়ে অটোরিকশা চালকরা রাস্তার চারপাশে যান চলাচল বন্ধ করে দিয়েছেন, যার ফলে মিরপুর, শ্যামলী ও গাবতলী রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার গাড়ি রাস্তার সিগন্যালের সামনে অপেক্ষা করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫