|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪০ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০২।


ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০২।


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নাটকঘরলেন রোডের জনৈক রতন বসাক এর চায়ের দোকানের সামনে হইতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকায় ১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফিরোজ (৪০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মৃত মমতাজ বেগম, সাং-আকুয়া (জনৈক সোহরাব সাহেবের বাড়ীর পাশে), ওয়ার্ড নং-২৭, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন পয়ারকান্দি বাইপাস গোরস্থান মোড় আলিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২১.৪৫ ঘটিকায় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রবিন মিয়া (৩০), পিতা মৃতঃ আব্দুর রশিদ, মাতা-মোছাঃ বানেছা খাতুন, সাং-পয়েরকান্দি নতুন বাজার, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

 

উদ্ধারকৃত ১১ গ্রাম হেরোইন ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে  কোতোয়ালী মডেল ও মুক্তাগাছা  থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫