|
প্রিন্টের সময়কালঃ ১৩ মে ২০২৫ ০৩:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মে ২০২৫ ০৬:০৫ অপরাহ্ণ

শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা: সাইকেলের জন্য টাকা না পেয়ে খালার মানিব্যাগ থেকে চুরি, দেখে ফেলায় খুন


শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা: সাইকেলের জন্য টাকা না পেয়ে খালার মানিব্যাগ থেকে চুরি, দেখে ফেলায় খুন


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকার শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই কিশোর নিহত দুই নারীর ছোট বোনের ছেলে।
 

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান।
 

পুলিশ জানায়, পুরোনো একটি সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা প্রয়োজন ছিল কিশোরটির। সে কারণে সে খালার (মরিয়ম বেগম) কাছে টাকা চাইতে যায়। খালা রাজি না হওয়ায় সে মানিব্যাগ থেকে চুরি করতে গেলে খালার হাতে ধরা পড়ে। খালা বিষয়টি তার মাকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে, ক্ষিপ্ত হয়ে সে প্রথমে মরিয়ম বেগমকে ছুরিকাঘাত করে এবং পরে তার ছোট বোন সুফিয়া বেগমকেও আঘাত করে।
 

ঘটনার পরের দিন, রোববার রাতের দিকে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে কিশোরটিকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
 

গত শুক্রবার, রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় বিআইডব্লিউটিএ-এর সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) এবং তার ছোট বোন সুফিয়া বেগম (৫২) ছুরিকাঘাতে নিহত হন। রাত ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
 

পুলিশ জানায়, ওই বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে নীল জিনস ও গাঢ় নীল শার্ট পরা, মুখে সার্জিক্যাল মাস্ক ও মাথায় কমলা ক্যাপ পরা এক ব্যক্তি দোতলায় প্রবেশ করে। প্রায় দেড় ঘণ্টা পর কাপড় পাল্টে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
 

ঘটনার পরদিন নিহত মরিয়ম বেগমের স্বামী ও বন বিভাগের সাবেক কর্মকর্তা কাজী আলাউদ্দিন মিরপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে এই হৃদয়বিদারক ঘটনা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫