পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন (স্টাফ রিপোর্টার):-
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম শাহ আলম (২২) এবং মোকলেছ (৫০)।
পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১ই জুলাই বৃহস্পতিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার মহেশ নামক স্থানে অভিযান চালায়। অভিযানের সময়, পুলিশ সেঞ্চুরী স্পেশাল পরিবহন নামে একটি যাত্রী বাস তল্লাশি করে ২ কেজি গাঁজা জব্দ করে এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহ আলম লালমনিরহাট সদর থানার বাঁশদহ গ্রামের শামিম মিয়ার ছেলে এবং মোকলেছ একই উপজেলার হরিন চওরা গ্রামের নাছিম উদ্দীনের ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানিয়েছেন যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫