মুরাদনগরে ৭ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগরে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনার আওতায় ওই বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার(২১ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে ৩০/৩২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, প্রনোদনাপ্রপ্ত কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রতি কৃষক ৫ কেজি উফসি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫