ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচলে বিলম্ব

রাজবাড়ী প্রতিনিধি:-
ফরিদপুরের ভাঙ্গায় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, পয়েন্টম্যানের ভুল সিগন্যালের কারণে ট্রেনটির দুটি কোচ লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে প্রায় ১২ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ৬০০-৭০০ যাত্রী ভোগান্তিতে পড়েন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময় রাত ২টা ৪০ মিনিটের বদলে ছেড়েছে ভোর ৫টা ৫ মিনিটে। একইভাবে, নকশী কাঁথা মেইল ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ২০ মিনিটে, যা নির্ধারিত সময় ভোর ৫টা ৩০ মিনিট থেকে অনেকটা দেরিতে। এছাড়া ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু পথে যেতে না পেরে ঘুরে যমুনা সেতু হয়ে গন্তব্যে পৌঁছায়।
বেনাপোলগামী ট্রেনের যাত্রীদের যারা এই পথে যাত্রা করতে পারেননি, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়েছে। তবে রাজবাড়ী থেকে অন্য ট্রেনগুলো যথাসময়ে চলাচল করেছে।
লাইনচ্যুত কোচ দুটি সরাতে শনিবার সকাল থেকেই ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি রিলিফ ট্রেন, ক্রেন ও শতাধিক রেলকর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫