প্রকাশকালঃ
২৩ মে ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ ১৫২ বার পঠিত
ট্যাক্স প্ল্যানিং কেন করবেন কখন করবেন।
ট্যাক্স প্ল্যানিং বছরের প্রথমেই শুরু করতে হয় । চলতি বছরের ৩০ জুনের মধ্যেই আপনার ২০২২-২০২৩ করবর্ষের আয়কর সংক্রান্ত হিসাবের কার্যক্রম বন্ধ হবে। তাই ৩০ জুনের আগেই আপনার ট্যাক্স প্ল্যানিং এর বিস্তারিত স্থির করতে হবে ।
কিভাবে বেতন সংক্রান্ত প্রাপ্তি গুলো খাত অনুযায়ী সুবিন্যস্ত করলে অধিক লাভবান হবেন ? কখন বেতন কম গ্রহণ করবেন ?
ব্যাংক হিসাব ইচ্ছেমতো লেনদেন করেছেন যার জন্য ট্যাক্স জটিলতা হতে পারে। তাই জুন মাসের মধ্যেই ব্যাংক হিসাবের প্রয়োজনীয় কি কি প্ল্যান করে জটিলতা নিরসন করবেন ।
বাড়ি ভাড়ার আয় আছে আয়কর আইন অনুযায়ী যাবতীয় নিয়ম পরিপালন করা হয়েছে কি? বাড়ি ভাড়ার চুক্তি ভাড়ার টাকা ব্যাংকে জমা সহ জুন মাসের মধ্যে কি কি প্ল্যান গ্রহণ করলে আয়কর এর নিয়ম পরিপালন হবে ।
বিনিয়োগ সমুহের যাচাই বাছাই করে জুন মাসের মধ্যেই সকল তথ্য লেনদেন সহ প্রয়োজনীয় দলিলাদির কিভাবে খুভ সহজে সংরক্ষণ করা যাবে ।
শেয়ার বাজার, বন্ড, ফান্ডে বিনিয়োগ কিভাবে কারন ৩০ জুনের মধ্যে নিশ্চিত হবেন কারন ৩০ জুনের পর সুযোগ থাকবে না।
ক্রয় বিক্রয় সম্পদ অর্জনের ক্ষেত্রে যথাযথ নিয়ম পরিপালন হয়েছে কিনা সম্পিক্ত লেনদেন কিভাবে সম্পন্ন করেছেন ?
৩০ জুনের আগেই নিশ্চিত হোন। কোন কোন প্রয়োজনীয় দলিলাদি সংরক্ষন না করলে কিধরনের আইনী জটিলতা হতে পারে ।
ব্যাক্তিগত লোন নেয়া ছিল, তিন বছরের মধ্যে যে লোন পরিশোধ না করলে আয় হিসাবে যোগ হবে কে ক্ষেত্রে করনীয় কি?
ব্যাংক থেকে কোন কোন ডকুমেন্টস সংগ্রহ করতে হবে ?
উত্তরাধিকার সুত্রে, উপহার সুত্রে ক্রয় সূত্রে নানা ভাবে সম্পদের মালিকানা অর্জন হয়ে থাকলে আয়কর রিটার্ন এ সঠিক প্রয়োগ কিভাবে করবেন কোন কোন দলিলাদি সংরক্ষণ করবেন ?
কোন ব্যত্যয় আছে কিনা তা ৩০ জুনের মধ্যেই প্ল্যান করুন।
পূর্ববর্তী সম্পদের সাথে নতুন অর্জিত সম্পদ সমন্বয় করতে যথাযথ আইন পরিপালন হয়েছে কিনা ৩০ জুনের পূর্বেই নিশ্চিত হোন।
কোন ব্যত্যয় থাকলে ৩০ জুনের মধ্যেই প্ল্যান করুন ।
আয়কর রেয়াত বা কর ছাড় পেতে বিনিয়োগ দান যথাযথ সম্পন্ন হয়েছে কিনা অথবা কোন খাতে বিনিয়োগ করলে কত বিনিয়োগ করলে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে প্ল্যান নিশ্চিত করুন ।
ক্রেডিট কার্ড মোবাইল ফিনান্সিয়াল ট্রানজেকশন এর লেনদেন সংক্রান্ত বিষয়ে করনীয় প্ল্যান কিভাবে করবেন?
ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করেছেন কি ভাবে লেনদেন করতে হবে কোন কোন দলিলাদি সংরক্ষণ করতে হবে ?
পুরাতন আসবাব ইলেকট্রনিকস পরিবর্তন করেছেন পুরাতন গুলো কিভাবে বাদ দিবেন আর নতুন গুলো কিভাবে প্রদর্শন করবেন।